বন্দরের বহির্নোঙরে জাহাজডুবি—নিখোঁজ নাবিকদের খোঁজ মিলছে না

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পারকি বিচ এলাকায় এমভি টিটু-১৪ নামে লাইটারেজ জাহাজডুবির ঘটনায় এখনো খোঁজ মেলেনি চার নাবিকের। জাহাজটি থেকে এ পর্যন্ত ৮ নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড।

রোববার (২০ মার্চ) সকাল ১০টায় বিষয়টি জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, শনিবার ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১২ নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনিবার সারাদিন অভিযান চালিয়ে আটজনকে উদ্ধার করা হয়। চারজন এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বন্দরে জাহাজডুবি—মিরসরাইয়ের দুই নাবিক কোথায় জানে না কেউ

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের দুটি জাহাজ ও চারটি বোট কাজ করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবে যায়। জাহাজটি আবুল খায়ের গ্রুপের।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!