বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় চট্টগ্রামে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। সোমবার (২০ অক্টোবর) থেকে শুক্রবারের (২৪ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে দেওয়া হয়েছে এমনই তথ্য।
লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার অভিন্ন বার্তা দেওয়া হয়েছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ও শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রামে।
আলোকিত চট্টগ্রাম
