বঙ্গবন্ধুর জন্মদিনে সোনার বাংলা গড়ার শপথ নেওয়ার আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ ফজলুল হক মণি স্কোয়ার্ডের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) নগরের গরীবউল্লাহ শাহ্ মাজার প্রাঙ্গণে অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী—টার্গেট সোয়া ৩ কোটি ডোজ টিকা

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল তানিম চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আকতার হোসেন সৌরভ, রেজাউল করিম, ছাত্রলীগের উপসম্পাদক মিজানুর রহমান মিজান ও এমআর হৃদয়।

এ সময় নুরুল আজিম রনি বলেন, আজকের এই দিনে আমাদের সকলকে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যুবলীগ মানবসেবায় কাজ করে যাবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm