বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় হবে বৃক্ষ প্রদান অনুষ্ঠান। আগামী ১৭ মার্চ (শুক্রবার) তিলোত্তমা চট্টগ্রামের এই আয়োজনে সহযোগিতায় রয়েছে লায়ন্স ক্লাব অফ চিটাগং।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সৈনিক—চট্টগ্রামের সেই বঞ্চিত বীরকে মনে রেখেছেন বঙ্গবন্ধুকন্যা
বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুচ ছোবহান, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, ক্লিফটন গ্রুপের সিইও লায়ন এম মহিউদ্দিন চৌধুরী এমজেএম এবং স্থপতি আশিক ইমরান।
আয়োজকরা জানান, বৃক্ষ প্রদান অনুষ্ঠানে বেগুন, মরিচ, পেঁপে, ডালিম, লেবু, পেয়ারা, কালো জাম, সুপারি, খেজুর ও আমলকির চারা বিনামূল্যে বিতরণ করা হবে।
এনবি/আলোকিত চট্টগ্রাম