বঙ্গবন্ধুকন্যার জন্মদিনে ৪০ হাজার মানুষ নিয়ে অনন্য আয়োজন পটিয়ায় 

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে চট্টগ্রামের পটিয়ায় অনন্য আয়োজন করেছে জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরী এমপি। প্রায় ৪০ হাজার নেতাকর্মী ও আমজনতার উপস্থিতিতে আনন্দমুখর এই আয়োজনে ছিল শোভাযাত্রাও।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলা বাইপাস মোড়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, অগণতান্ত্রিক শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে দেশে মানুষের ভাতের অধিকার-ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বমঞ্চে আত্মমর্যাদার সাথে মাথা তুলে দাঁড়িয়েছে, তখন দেশি-বিদেশি অনেকে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন। তবে দেশি-বিদেশি শক্তির বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু, নদীর টলদেশে টানেল, সড়ক-মহাসড়কসহ নানামুখি উন্নয়ন করেছেন। উন্নত-স্মার্ট বাংলাদেশের বাসিন্দা হওয়ার নতুন স্বপ্ন দেখাচ্ছেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে নানা রঙের প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার, বাদ্যযন্ত্র নিয়ে কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

এরপর গণসমাবেশ হয়। সমাবেশ শেষে হুইপের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাইপাস থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পটিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক হারুণুর রশিদসহ আওয়ামী লীগের নেতারা।

প্রসঙ্গত, গত বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বর্ণিল আয়োজন করেন হুইপ সামসুল হক চৌধুরী এমপি। আয়োজনে সমবেত হন ৫০ হাজারের বেশি মানুষ। জন্মদিনের কেক কাটেন হুইপ সামশুল হক চৌধুরী এমপিসহ উপজেলা ও পৌরসভা নেতারা।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!