ছুরি চালাল সন্ত্রাসীরা—চান্দগাঁওয়ে শ্রমিক নেতা বখতিয়ারসহ রক্তাক্ত ৪

নগরের চান্দগাঁওয়ে তুচ্ছ ঘটনার জেরে রক্তাক্ত হয়েছেন এক শ্রমিক নেতাসহ ৪ জনের।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিএন্ডবি বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ট্রাক মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বখতিয়ার ছাড়া বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: বুধপুরা বাজারে যুবকের রক্তাক্ত লাশ, খুনের মামলা হবে—বলল পুলিশ

এদিকে ঘটনার প্রতিবাদে ওইদিন রাতে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সৃষ্টি হয় যানজট। এ সময় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বালুর টাল এলাকার মানিক নামের এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এ নিয়ে ট্রাক চালক ও মানিক তর্কে জড়ান। পরে মানিক চলে গিয়ে দলবল নিয়ে বাহির সিগন্যাল এলাকার ট্রাক মালিক অফিসে এসে শ্রমিকদের ওপর হামলা চালায়। হামলায় আহত হন ৪ জন।

পরিবহন শ্রমিকদের দাবি, ট্রাক মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বখতিয়ারসহ ৪ জনকে ছুরিকাঘাত করা হয়েছে।

আরও পড়ুন: অস্ত্র উঁচিয়ে গুলি খোদ ইউপি মেম্বারের, ৫ নারী রক্তাক্ত—ভিডিও ভাইরাল

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম‌ঈনুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ট্রাকচালক ও মোটরসাইকেলের অরোহীর তর্কের জেরে এ ঘটনা ঘটেছে। প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!