ফ্রি অক্সিজেনসেবা নিয়ে ‘মিরসরাই বন্ধুর বন্ধন’র যাত্রা শুরু

১৫ সদস্য নিয়ে যাত্রা শুরু করলো ‘মিরসরাই বন্ধুর বন্ধন’। সংগঠনটির শ্লোগান হলো ‘শ্বাস নেবে মিরসরাইবাসী’।

সোমবার (২৬ জুলাই) সুফিয়া রোডের গুলিস্তান পাম্প সংলগ্ন নিজস্ব কার্যালয়ে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। করোনা রোগীদের ফ্রি অক্সিজেনসেবা দেবে সংগঠনটি, থাকবে ডাক্তারও।

মিরসরাই বন্ধুর বন্ধনের সদস্যরা বলেন, সারাদেশে করোনা মহামারি ভয়ঙ্কর আকারে রূপ নিচ্ছে। প্রতিদিন মিরসরাইয়েও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে হাসপাতালগুলোতে করোনা রোগীদের সংকুলান না হওয়াতে অনেকেই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় আক্রান্ত রোগীরা মুমূর্ষু হয়ে পড়লে তাদের জীবন বাঁচাতে একমাত্র প্রয়োজন অক্সিজেন সিলিন্ডারের। তাই এমন সংকটময় মুহূর্তে আক্রান্তদের জীবন বাঁচাতে মিরসরাই বন্ধুর বন্ধনের সদস্যরা ফ্রি অক্সিজেনসেবা চালু করেছে।

অনেকে টাকার জন্য হাসপাতালে গিয়ে অক্সিজেনসেবা দিতে পারছে না। আমাদের সঙ্গে যোগাযোগ করলেই পৌঁছে যাবে ফ্রি অক্সিজেনসেবা। প্রাথমিক পর্যায়ে ২০টি অক্সিজেন নিয়ে যাত্রা শুরু করেছি আমরা। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য একজন ডাক্তার থাকবে আমাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই বন্ধুর বন্ধনের সদস্য এম সাইফুল্লাহ দিদার, জামশেদ আলম, মো. জুয়েল চৌধুরী, আব্দুল মতিন, মো. আক্তারুন নবী শামীম, মো. মিনহাজ উদ্দিন, লোকমান চৌধুরী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম চৌধুরী, জাহেদ হোসেন ইমন, মো. পারভেজ, মহিবুল আরিফ, নাঈম নোবেল, এনএম তারেক লতিফী ও মো. নুরুল আনোয়ার মাসুদ।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!