জঙ্গলে হারিয়ে গেলেন ডায়াবেটিস রোগী, স্বজনরা ফোন দিলেন ৯৯৯-এ

সীতাকুণ্ডের পঞ্চাশোর্ধ্ব মামুন চৌধুরী প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন শুক্রবার (১৪ জানুয়ারি)।

কিন্তু হাঁটতে হাঁটতে ঢুকে পড়েন জঙ্গলে। এদিকে সন্ধ্যা হয়ে আসায় পথও চিনতে পারছিলেন না। নিরুপায় হয়ে ফোন করেন ঘরে। সেইসঙ্গে স্থানীয় পরিচিত কয়েকজনের ফোন নম্বরেও কল দেন।

এরপর তার মেয়ে জরুরিসেবা নম্বর ৯৯৯ এ কল দেয়। পরে স্থানীয়রা তাকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকা উদ্ধার করলে পুলিশের সহায়তায় বাড়ি পৌঁছে দেওয়া হয়।

মামুন চৌধুরী সীতাকুণ্ডের উত্তর রহমতনগর এলাকার মৃত মকবুল আহম্মদ চৌধুরী ছেলে। ডায়াবেটিস থাকায় তিনি প্রতিদিন হাঁটতে বের হন।

আরও পড়ুন : ৯৯৯ ফোনে—প্রতিপক্ষের হামলা থেকে স্বামীকে বাঁচালেন স্ত্রী

মামুন চৌধুরীর স্ত্রী রেহেনা আখতার বলেন, ডায়াবেটিস থাকায় প্রতিদিনের মতো হাঁটতে বের হন আমার স্বামী। জঙ্গলে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলেন। এ সময় এলাকার স্থানীয় কয়েকজনকে ফোন করেন তিনি। পরে বাড়িতে ফোন করলে আমার মেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চায়। তবে পুলিশ পৌঁছানোর আগে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার এসআই মো. আশরাফ হোসেন বলেন, ওই ব্যক্তির পরিবার ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আমরা তাঁকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দিই। দুর্গম এলাকা হওয়ায় আমাদের যেতে সময় লাগে। স্থানীয়দের সহযোগিতায় ভূজপুর সীমানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে রাত ৩টার দিকে তাঁকে বাড়ি পৌঁছে দিই।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!