মা বাড়িতে নেই। শিশুকন্যা আমেনাকে (৩) নিয়ে বাড়ির পাশের লেকে গোসল করতে যান বাবা আবদুর রহিম। এ সময় মুঠোফোনে কল এলে ব্যস্ত হয়ে পড়েন রহিম। শিশু আমেনা তখন ঘাটে বসে ছিল। কিন্তু হঠাৎ বাবার অগোচরে লেকের পানিতে নামে সে। আর মুহূর্তেই ডুবে যায়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মৌজালি টিলা গ্রামে।
পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : নিখোঁজ শিশুর খোঁজ মিলল বালতির জমানো পানিতেই
বাবা আব্দুর রহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের সবার ছোট আমেনাকে নিয়ে আদরের শেষ ছিল না। গোসল করতে যাওয়ার সময় আমার কোলে চড়ে বেশ কয়েকবার চুমু দিয়েছে। এ চুমুই যে শেষ চুমু তা জানা ছিল না। এ কথা বলেই আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, কাপ্তাই লেকে পানি বাড়লে অনেক শিশু ডুবে মারা যায়। এ সময়টাতে শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়া প্রয়োজন। শিশুদের এমন অকাল মৃত্যু রোধে অভিভাবকদের সচেতন হতে হবে।