ফের চলতে প্রস্তুত, জানাল রেল

চলমান ‘কঠোর বিধিনিষেধ’ ৫ আগস্টের পর আর বাড়ানো না হলে খুব শিগগির আসতে পারে গণপরিবহণ চলার ঘোষণা। সেক্ষেত্রে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল আবার শুরুর ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে রেল কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বিশেষ ঘোষণা, চলমান লকডাউন আগামী ৫ আগস্ট ২০২১ তারিখের পর বর্ধিত না হলে চলবে গণপরিবহন। সেই লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুত রয়েছে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর বিষয়ে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির অবনতির কারণে দেশে এখন ‘কঠোর বিধিনিষেধ’ চলছে। বিধিনিষেধ চলাকালে গার্মেন্টস-মার্কেটের সঙ্গে বন্ধ আছে গণপরিবহণও।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm