ফুড প্রোগ্রাম সহকারী পদে লোক নেবে জাতিসংঘ। এজন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ৯৬ হাজার টাকা বেতনের এ চাকরিতে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রোগ্রাম সহকারী ও তথ্য ব্যবস্থাপনা পদের বিপরীতে লোক নিয়োগ দেবে জাতিসংঘ ফুড প্রোগ্রাম। চুক্তিভিত্তিক এ নিয়োগের কর্মস্থল পর্যটন নগরী কক্সবাজার।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমমান বিষয়ে স্নাতক পাস যে কেউ এতে আবেদন করতে পারবেন। তবে স্নাতকোত্তর পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসেই চাকরি মিলবে সেভ দ্যা চিলড্রেনে
এছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতাসহ মানবিক কাজে ৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে আবেদনকারীদের কাছ থেকে। সম্যক ধারণা থাকতে হবে ডাটা অ্যানালিটিক্স সফটওয়্যার সম্পর্কেও।
টেবলো এবং এক্সেল পিভট টেবিল, অ্যাডবি স্যুট সফটওয়্যার এবং জিআইএস অ্যাপ্লিকেশনে দক্ষতার পাশাপাশি যোগাযোগ দক্ষতাও থাকতে হবে আবেদনকারীর।
আগ্রহীরা অনলাইন প্লাটফর্ম বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৯৬০৮৯ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, ২০২১।