নগরে রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী এবং দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৪ ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আরকান সড়ক ও বিএফআইডিসি সড়কে অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
আরও পড়ুন: দায় কার—ফুটপাতে হাঁটতে গিয়ে এবার নালায় পড়ে পা ভাঙলেন কলেজছাত্র
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, আজ নগরের আরকান সড়ক ও বিএফআইডিসি সড়কে পরিচালিত উচ্ছেদ অভিযানে ৪ ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।
এসইউএস/আরবি