আনোয়ারা মো. ফরিদুল আলম (৫২) নামের চার সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন।
রোববার (২৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায় লোকসানসহ দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন তিনি। আজ বিকেলে নিজ ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস দেন তিনি।
আরও পড়ুন: পাওনাদার বের হতেই দরজা বন্ধ করে ঝুলল ফাঁসিতে
এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহিন আরা আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বিকেলে এক ব্যক্তিকে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা থানায় খবর দিয়েছি।
যোগাযোগ করা হল আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মু. হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
কেএস/আরবি