বারৈয়ারহাটে থেঁতলে গেছে ফটিকছড়ির ১১ সন্তানের জননী

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামে ১১ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফাতেমার শ্বশুরবাড়ি মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। তার বাবার বাড়ি ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফুলজানা বাড়ি। তিনি ৭ মেয়ে ও ৪ ছেলের জননী।

আরও পড়ুন : ফটিকছড়ির বিলে যুবকের লাশ, লুঙ্গির গিটে মদের বোতল

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা বারৈয়ারহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেঁতলে যায়। ঘটনার পর ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।

নাজিরহাট মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আক্কাছ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!