ফটিকছড়ি থেকে অপহৃত নবম শ্রেণির ছাত্রীকে হাটহাজারী থেকে উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় অপহরণকারীদেরও গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হাটাজারী থানাধীন পশ্চিম দেওয়ানগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি সাইমুন (২৪) এবং তাকে সহায়তা ও আশ্রয় দেওয়া মো. সোহেল (৩৭), মো. রাসেল (২৫) ও হাছিমা বেগম (৪৫)।
ভিকটিমের পরিবার জানায়, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময়ে সাইমুন উত্যক্ত করতেন এবং মোবাইল ফোনে প্রায়সময় বিরক্ত করতেন। ভিকটিম বিষয়টি তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের জানান। ভিকটিমের মা তার মেয়েকে বিরক্ত করার বিষয়টি সাইমুনের মা এবং তাদের বাড়ির গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে সাইমুন ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে তাদের চোখের সামনে থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়।
গত ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় ভিকটিম ঘর থেকে বের হলে সাইমুন ও অজ্ঞাত ২/৩ জন মিলে তাকে জোর করে অটোরিকশায় তুলে অপহরণ করে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।
এদিকে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলা জানিয়েছে র্যাব-৭।
নওশীন/এসআই