ফটিকছড়িতে দুই কিশোরী অপহরণ করে ডবলমুরিংয়ে গ্রেপ্তার

নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছ র‌্যাব-৭। বুধবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ভূজপুর থানার ইদিলপুর এলাকার জাফর আহমদের ছেলে মো. ওসমান ও রঞ্জিত দের ছেলে কিশোর দে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভূজপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: পাহাড় থেকে ট্রাকভর্তি গর্জন কাঠ নিয়ে যাওয়ার সময় ধরা ৩ যুবক

জানা গেছে, ভূজপুর থানার সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করতো মো. ওসমান নামে এক বখাটে। এ নিয়ে ছাত্রীর মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অভিযোগ করলে তারা ওসমানকে ডেকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওসমান তার দুই সহযোগী কিশোর দে ও বিষু দাসসহ কয়েকজন মিলে ২৫ মার্চ রাত ৮টার দিকে ওই ছাত্রীকে বসতঘর থেকে অপহরণ করে। এ ঘটনায় ১ এপ্রিল ছাত্রীর মা বাদী হয়ে ভূজপুর থানায় একটি অপহরণ মামলা করেন।

Yakub Group
সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!