ফটিকছড়ির অপহৃত সাবেক ইউপি চেয়ারম্যান রাউজানে উদ্ধার, গ্রেপ্তার ৫

অপহৃত ফটিকছড়ির নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদকে (৫৫) রাউজান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার হওয়াদের কারো পরিচয় জানা যায়নি।

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া এলাকা থেকে চেয়ারম্যানকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রয়াত হাজী আমিনুল হকের ছেলে। তিনি একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন : চট্টগ্রামের অপহৃত যুবককে রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করল পুলিশ

জানা যায়, গত ২৬ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে ফটিকছড়ি উপজেলার ৩ নম্বর নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদকে অপহরণ করে। এরপর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। স্বজনেরা চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় বিষয়টি জানালে  অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে রাউজান থানা, বায়েজিদ বোস্তামী থানা এবং ডিবি পুলিশ সদস্যরা অভিযান চালায়। অবশেষে অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার এবং জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে অক্সিজেন এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে অপহরণ করা হয়। তিনি নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

এ বিষয়ে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বলেন, মঙ্গলবার রাত ৮টায় নগরের বায়েজিদ থানার অক্সিজেন এলাকা থেকে অপহরণ করার তথ্য জেনেছিলাম। শুনেছি তাকে রাউজান থেকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, অপহরণের শিকার সাবেক এক ইউপি চেয়ারম্যানকে উদ্ধারের জন্য বায়েজিদ থানার একদল পুলিশ আসে। পরে রাউজান থানা পুলিশসহ ওই চেয়ারম্যানকে উদ্ধার এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়। তবে আটক করা ব্যক্তিদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

যোগাযোগ করা হলে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমাদের টিম এখনও বাইরে। থানায় এলে বিস্তারিত জানাতে পারব।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm