ফটিকছড়িতে এক অসহায় পরিবারের প্রায় ২৫ লাখ টাকার আম ও কাঁঠাল গাছ প্রকাশ্যে কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে এ ঘটনার পর থানা পুলিশের অসযোগিতার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী ১ নম্বর বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়র্ডের দক্ষিণ পানুয়া গ্রামের সেলফি রোডের পাশে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : বাঁশখালীতে ‘আসহাব চেয়ারম্যান’ হাজারো গাছ কাটলেও বন বিভাগ জব্দ দেখাল ২০০!
খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় জড়িত রাজনৈতিক দলের কেউ নয়। তারা যখন যে সরকার আসে তাদের সঙ্গে তাল মিলিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে থাকে।
এদিকে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
আলোকিত চট্টগ্রাম