সীতাকুণ্ডে ২০ লাখ টাকা ব্যয়ে প্রেস ক্লাবের গাইডওয়ালের নির্মাণকাজ শুরু

সীতাকুণ্ড প্রেস ক্লাবের গাইডওয়াল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মর্কা মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: রাউজান প্রেস ক্লাবের মিলনমেলা

উদ্বোধনকালে প্রধান অতিথি এমপি দিদারুল আলম বলেন, ২০ লাখ টাকা ব্যয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাবের এই গাইড ওয়াল নির্মাণ করা হবে। এছাড়া সার্বিক উন্নয়নে সবসময় প্রেস ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত, সহসভাপতি মো. জহিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল ফারুক, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন, প্রচার সম্পাদক সাইফুল মাহমুদ ও দপ্তর সম্পাদক আবুল খায়ের।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm