প্রেমিকা ধর্ষণ—৩ ধর্ষক বন্ধু ধরা খেলেও পালিয়েছে পাষণ্ড প্রেমিক

আনোয়ারায় বন্ধুদের দিয়ে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় এজহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মার্চ) ভোরে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের সিংহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৫ মার্চ উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা কালাগাজী সড়কের একটি কলাবাগানে প্রেমিকাকে (১৬) নিয়ে প্রেমিক রকি তার বন্ধু পলাশ, শিপংকর ও চন্দন মিলে গণধর্ষণ করেন। পরে ভিকটিম অভিযোগ দেওয়ার পর থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘প্রেমিকা ধর্ষণ’ আসামি হয়ে কারাগারে গেল প্রেমিক আইনজীবী

গ্রেপ্তাররা হলেন- চাতরী ইউনিয়নের সিংহরা এলাকার উজ্জ্বল দত্তের ছেলে পলাশ (২৬), রতন মল্লিকের ছেলে শিপংকর (২৭) ও নারায়ণ দত্তের ছেলে চন্দন (২৫)।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মু. হাছান আলোকিত চট্টগ্রামকে বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি রকি এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm