চরলক্ষ্যায় অনিয়মের অভিযোগে বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চরলক্ষ্যার একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন : ৪ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ౼পটিয়ায় ব্যালট ছিনতাই, লোহাগাড়ায় প্রার্থীর ওপর হামলা

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান তালুকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, শুরু থেকে তিনি মিথ্যা বানোয়াট অভিযোগ করছেন৷ নৌকার জয় সুনিশ্চিত দেখে এবং নিজের পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছেন।

তিনি আরো বলেন, সবকেন্দ্রে আপনারাও গেছেন, আমিও গেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!