বরুমচড়ায় প্রচারণার সময় প্রার্থীর ওপর হামলা

আনোয়ারার বরুমচড়ার ৫ নম্বর ওয়ার্ডের আবদুল মালেক (তালা প্রতীক) নামে এক সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় নির্বাচনি প্রচারণার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ তাঁকে উদ্ধার করেন।

আরও পড়ুন : পুলিশ বক্সে জেএমবির বোমা হামলা—‘মাস্টারমাইন্ড’ সেলিম গ্রেপ্তার

আবদুল মালেক বলেন, নির্বাচনি প্রচারণার শেষ দিনে আমি সমর্থকদের নিয়ে বরুমচড়ার ৫ নম্বর হাজী ওমর আলী মাঝির বাড়িতে প্রচারণায় যায়। চলে আসার সময় জামে মসজিদের হুজুরের কাছ থেকে দোয়া চাইতে যায়। এ সময় এক বৃদ্ধ নারী এসে আমাকে তাঁর বাড়িতে চা খেতে ডাকেন। চা খেয়ে আসার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর হক মামুন ও তাঁর লোকজন এসে আমার ওপর হামলা করে।

তিনি আরও বলেন, মামুনুর হক মামুনসহ তাঁর সমর্থকরা আমাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর আমাকে তিন ঘণ্টা আটকে রাখে। আমার সমর্থকরা পুলিশকে জানালে পুলিশ এসে টাকা ও মোবাইল উদ্ধার করে।

আনোয়ারা থানার উপপুলিশ পরিদর্শক নফেল আলোকিত চট্টগ্রামকে বলেন, বরুমচড়ার ৫ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর হাতাহাতির ঘটনা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো প্রার্থী থানায় লিখিত অভিযোগ করেননি।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!