সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন চুয়েট কর্মচারী

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে নারায়ণ কর (৫০) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চুয়েটের মূল ফটক সংলগ্ন পুলিশ ক্যাম্পের দেয়ালের পাশে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ‘ঝুঁকিপূর্ণ’ ভবন—৩ বছরে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণ কর চুয়েটের ৪র্থ শ্রেণির কর্মচারী এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়ার প্রয়াত যতীন্দ্র করের ছেলে। তিনি চুয়েটের শেখ রাসেল হলের গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সবজি তোলার জন্য বৈদ্যুতিক খুঁটির সামনে গেলে তারে জড়িয়ে তিনি প্রাণ হারান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm