লোহাগাড়ায় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইসমাইল (৫০) কক্সবাজারের টেকনাফ থানার পৌরসভার গুদার বিল এলাকার আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সাত্তার/এসআই