প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, তারা যেন যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজন করে। যৌক্তিক সময় বলতে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি নয়।

আরও পড়ুন : ৭০০ পরিবার পেল জামায়াত ইসলামী ও লায়লা সিদ্দিক ফাউন্ডেশনের ইফতারসামগ্রী

তিনি বলেন, গত ১৬ বছর ধরে দেশ একদলীয় শাসনের অধীনে পরিচালিত হয়েছে। যেখানে জনগণের অধিকার ক্ষুণ্ন হয়েছে। ওই সময় অর্থনীতি, বিচার ও সামাজিক কাঠামোয় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, মানুষের কোনো স্বাধীনতা ছিল না। বিগত শাসকগোষ্ঠী দেশের সম্পদ লুটপাট করেছে, অর্থনীতিকে পঙ্গু করেছে এবং বিভিন্ন ব্যাংক লুট করেছে। মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন ও সেক্রেটারি মো. আফসার উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, বাসসের ব্যুরোপ্রধান মো. শাহনেওয়াজ, এটিএন বাংলার ব্যুরোপ্রধান আবুল হাসনাত, সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুগান্তরের ব্যুরোপ্রধান শহিদুল্লাহ শাহরিয়ার ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরোপ্রধান মজুমদার নাজিম উদ্দিন।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm