‘প্রয়াস অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী ও আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন। বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অনন্য অবদান এবং হসপিটালিটি সেক্টরে সাফল্য অর্জন করায় তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
শনিবার (৭ ডিসেম্বর) নগরের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্ট জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সংগঠন ‘প্রয়াস’ এ অ্যাওয়ার্ড দেয়।
আরও পড়ুন : ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন দুর্বার তারুণ্যের আবিদ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম ওয়াসার সাবেক ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। এছাড়া দেশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ এবং গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পাওয়া আক্কাস উদ্দিন বলেন, এই অর্জন আমার জন্য গৌরবের। বিগত ২০২২ সাল থেকে ২০২৪ পর্যন্ত তিন বছর ধরে এই অ্যাওয়ার্ড পেয়েছি। আমি দীর্ঘ প্রায় ২২ বছরের বেশি সময় ধরে দেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই কাজের ধারাবাহিকতায় দেশের পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখায় আজকের এই অর্জন। আয়োজক সামাজিক সংগঠন প্রয়াসকে ধন্যবাদ জানান তিনি।
আলোকিত চট্টগ্রাম