প্রবাসীর ১৬ ভরি সোনা ছিনিয়ে নিল পুলিশ, সোর্সসহ ধরা এসআই

চট্টগ্রাম নগরে প্রবাসীর স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় সোর্সসহ ধরা পড়েছেন খুলশি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। ধাওয়া করে তাদের আটক করে পুলিশে দিয়েছে পথচারীরা।

রোববার (১৯ মে) দুপুরে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে তাদের আটক করা হয়।

আটক মো. জাহেদ এসআই আমিনুল ইসলামের হয়ে সোর্সের কাজ করেন।

আরও পড়ুন : সাঁঝবেলায় প্রবাসীর ঘর থেকে ৫৫ ভরি স্বর্ণ লুট করেছিল ৪ যুবক

এ বিষয়ে ভুক্তভোগী লোহাগাড়ার সৌদি প্রবাসী আব্দুল মালেক আলোকিত চট্টগ্রামকে বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮টি স্বর্ণের বার নিয়ে ফেরার পথে নগরের টাইগারপাস এলাকায় অটোরিকশা সিগনাল দিয়ে দাঁড় করান এসআই আমিনুল ইসলাম। কোথা থেকে আসছি জানতে চান তিনি। বিমানবন্দর থেকে আসার কথা শুনে সঙ্গে থাকা সোর্স মো. জাহেদসহ আমাকে তারা অটোরিকশায় তুলে নেয়। আক্তারুজ্জামান ফ্লাইওভারে গিয়ে সেখানে নামিয়ে দিয়ে তারা পালানোর চেষ্টা করেন। এসময় আমার কাছে থাকা ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন তারা। পরে দিশেহারা হয়ে সাহায্য চাইলে অন্যান্য অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহীরা পুলিশসহ তার সোর্সকে আটক করে। এরপর পাঁচলাইশ থানা পুলিশ এসে তাদের আটক করে।

যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্তারুজ্জামান ফ্লাইওভার থেকে ১৬ ভরি স্বর্ণসহ দুজনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল খুলশি থানার আওতায় হওয়ায় আসামিদের সেই থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হবে।

যোগাযোগ করা হলে খুলশি থানার ওসি তদন্ত নুরুল বাশার বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ৬ ছয় মাস আগে এসআই আমিনুল ইসলাম নগরের চান্দগাঁও থানা থেকে খুলশি থানায় বদলি হয়ে আসেন। তিনি ৩৩তম ব্যাচের ২০১২ সালে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি চাকরিতে যোগ দেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm