নগরের পাঁচলাইশে প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেল থেকে সোনিয়া দাশ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মোবাইল ফোন ব্যবহারে বাধার ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৬ জুলাই) ভোরে প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেলের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সোনিয়া দাশ সাতকানিয়া উপজেলার আমিলাইশ এলাকার লালু দাশের মেয়ে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান আলোকিত চট্টগ্রামকে বলেন, এসএসসি পরীক্ষার্থী সোনিয়া নিজ কক্ষের ফ্যানের লোহার হুকের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেলে মোবাইল ফোন ব্যবহার নিষেধ। গত এপ্রিল মাসে সোনিয়ার কাছ থেকে প্রবর্তক কর্তৃপক্ষ ফোনটি নিয়ে নেয়। এরপর মোবাইল ব্যবহার নিয়ে পরিবারের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়। সেই ক্ষোভ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোনিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।