প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি—চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআন শরিফ অবমাননা করে একটি ভিডিও পোস্ট করা হয় এমডি হাসান নামের আইডি থেকে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। এবার এসব ঘটনায় চট্টগ্রামে মামলা করেছেন ফটিকছড়ির এক যুবক। মামলার আবেদন গ্রহণ করে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল হকের আদালতে মামলাটি করা হয়। মামলার বাদী ফটিকছড়ির ভুজপুর থানার হারুয়াছড়ি গ্রামের বেরুন্ন্যপাড়া এলাকার নুর আহমদের ছেলে হাফেজ মো. সাইফুদ্দীন।

আরও পড়ুন : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যাঁরা

মামলায় আসামি করা হয়েছে ফটিকছড়ির পশ্চিম নানুপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোকতার হোসেনকে (৫২)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ আগস্ট ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয় MD Hassan নামের ফেসবুক আইডি থেকে। এতে তিনি পবিত্র কোরআন শরিফের অবমাননা করে মন্তব্য করেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধানকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনাল পিপি মেজবাহ উদ্দীন বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২৭ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm