প্রতিমন্ত্রী ইন্দিরার সঙ্গে কাউন্সিলর জেসীর সাক্ষাৎ—দুস্থ নারীদের সহায়তার আশ্বাস

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নারী ও শিশু বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি জেসমিন পারভিন জেসী।

শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভাগীয় কমপ্লেক্স ভবনের স্থান পরিদর্শনে এলে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় কাউন্সিলর জেসী চসিক এলাকার দুস্থ নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে সাহায্য কামনা করেন। প্রতিমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ঠাঁইহারা দুই অনাথ শিশু পাচ্ছে কেএসআরএমের স্নেহের আশ্রয়

পরে চসিক নারী ও শিশু স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার হাতে ক্রেস্ট তুলে দেন জেসমিন পারভীন জেসী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি চেমন আরা তৈয়ব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাধবী বড়ুয়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!