প্রতিটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’—প্রধান হবেন নারী : মীর হেলাল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে এবং সেই কার্ডে পরিবারের প্রধান হবেন একজন নারী।

শনিবার (১১ অক্টোবর) আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, বাংলাদেশের নারীর ক্ষমতায়নের জন্য যিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, তিনি হলেন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নারীদের সামনের কাতারে এগিয়ে নিতে কাজ করছেন। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, তাহলে নারীদের সমঅধিকার নিশ্চিত করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে কাজ করেছেন, ঠিক তেমনিভাবে তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলা হবে।

দক্ষিণ জেল বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, মাস্টার মোহাম্মদ রফিক, সরোয়ার আলম মাসুদ, জাকের হোসেন সাওদাগর, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দিন, ফজলুল কবির ফজলু, রফিক ডিলার ও উপজেলা বিএনপি নেতা গাজী ফোরকান।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm