দেশে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন (১০ আগস্ট পর্যন্ত) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: ‘ছাড়’—১১ আগস্ট থেকে ‘বিধিনিষেধ’ থাকবে যেভাবে
এবারের বিধিনিষেধ চলাকালে শিল্পকারখানা খোলা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া চলমান বিধিনিষেধে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহে বাধা না দেওয়ার নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বুধবার (৪ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ২৩ জুলাই থেকে শুরু হয়েছে বিধিনিষেধ। চলবে ১০ আগস্ট পর্যন্ত।
জেডএইচ