প্রজ্ঞাপন : ৫ দিন বাড়ল বিধিনিষেধ, ৩ ক্ষেত্রে ‘ছাড়’

দেশে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন (১০ আগস্ট পর্যন্ত) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: ‘ছাড়’—১১ আগস্ট থেকে ‘বিধিনিষেধ’ থাকবে যেভাবে

এবারের বিধিনিষেধ চলাকালে শিল্পকারখানা খোলা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের সুযোগ রাখা হয়েছে।

এছাড়া চলমান বিধিনিষেধে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহে বাধা না দেওয়ার নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

Yakub Group

বুধবার (৪ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ২৩ জুলাই থেকে শুরু হয়েছে বিধিনিষেধ। চলবে ১০ আগস্ট পর্যন্ত।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!