মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের নতুন নির্বাহী পরিচালক হয়েছেন অ্যাড. সরওয়ার নিজামী। এর আগে ওই পদ থেকে পদত্যাগ করেন দায়িত্বে থাকা মো. ইউনুচ নূরী।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সংগঠনের পরিচালক পর্ষদের জুম মিটিংয়ের সভায় নির্বাহী পরিচালক পদ থেকে মো. ইউনুচ নূরী পদত্যাগের ঘোষণা দেন। এরপর সকলের কণ্ঠভোটে অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত করা হয় অ্যাডভোকেট সরওয়ার নিজামীকে।
আরও পড়ুন : মিরসরাইয়ে হাজারো মানুষকে ফ্রি চিকিৎসা—ওষুধ
এসময় কার্যকরী কমিটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে মো. মামুনুর রশিদ মামুনকে প্রধান নির্বাচন কমিশনার এবং মো. নাজিম উদ্দিন ও মো. সাঈদ হাসান অভিকে সহযোগী কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভায় অংশ নেন ইউনূচ নুরী, মনজুরুল ইসলাম রায়হান, নুরুচ্ছালাম ভূইয়া ফোরকান, আবদুর রহিম, মামুনুর রশিদ মামুন, সরওয়ার নিজামী, নাজিম উদ্দিন, আসিবুল ইসলাম বাবু, সাঈদ হাসান অভি, আবদুল আওয়াল পারভেজ, ওমর ফারুক ও জাহিদুল ইসলাম।
এএ/আরবি