‘প্যানেল চেয়ারম্যান’ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে পটিয়া। জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলের অপসারণে ঐক্যবদ্ধ ১০ ইউপি সদস্য।
তাঁদের দাবি, বৈধভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হননি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় সদস্য বকুল।তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগও আনেন ১০ ইউপি সদস্য।
এদিকে প্যানেল চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ১০ ইউপি সদস্য। গত ৩০ জানুয়ারি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের কাছে তাঁরা এ অনাস্থা প্রস্তাব জমা দেন।
অনাস্থা প্রস্তাব দেওয়া ১০ ইউপি সদস্য হলেন— নজরুল ইসলাম সোহেল, আবুল হাসান, রুমের বড়ুয়া, ফেরদৌস বেগম, মোহাম্মদ হাসান, আবদুল মান্নান, রফিকুল ইসলাম, তাহসিনা আকতার, আনন্দ দাশ ও বিলকিস আকতার।
অনাস্থাপত্রে ১০ ইউপি সদস্য উল্লেখ করেন, আমরা পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য। এ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলকে গত ২১ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সক্রিয় সদস্য এবং সুবিধাভোগী ছিলেন। বিগত সময়ে বকুলের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ড এলাকার সবাই জানে। তাছাড়া স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৩৩ ধারা পালন করে গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।
১০ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাবে আরও উল্লেখ করেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সিংহভাগ সদস্য অভিযুক্ত গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলকে এ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে সমর্থন করি না। তাই আমরা প্যানেল চেয়ারম্যান পদে তাঁর বিরুদ্ধে আপনার বরাবরে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব করলাম।
অনাস্থা প্রস্তাবে ১০ ইউপি সদস্য দাবি করেন, প্যানেল চেয়ারম্যান বকুলের বিরুদ্ধে অতীতে বহু দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সুস্পষ্ট অভিযোগ রয়েছে৷ স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৩৩ ধারা মোতাবেক তিনি বৈধভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হননি। তাই প্যানেল চেয়ারম্যান পদ থেকে বকুলের অপসারণ দাবি করেন তারা।
এদিকে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জঙ্গলখাইন ইউপির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুলের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাবের কথা তুলে ধরেন।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ১০ জন ইউপি সদস্য অনাস্থা জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি বিষয়টি জেলা প্রশাসক ও স্হানীয় সরকার বিভাগের উপপরিচালককে অফিসিয়ালি জানিয়েছি। পরবর্তী নির্দেশনা পেলে সে অনুযায়ী যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মো। বখতিয়ার উদ্দিন বকুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও পাওয়া যায়নি সংযোগ।
আলোকিত চট্টগ্রাম