পেপার মোড়ানে নবজাতকের থেঁতলে গেছে একপাশ

মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পেপার মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌর সদরের লতিফিয়া গেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নার্স সেজে মমতা ক্লিনিকে মায়ের কোল থেকে নিয়ে গেল নবজাতক

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম বলেন, আজ বিকেলে আছরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে লতিফিয়া গেইটের দক্ষিণে মহাসড়কের পশ্চিম পাশের ফুটপাতে পেপার মোড়ানো একটি বস্তু দেখতে পাই। স্থানীয় কয়েকজনসহ পেপার খুলে দেখি ভেতরে নবজাতক শিশুর মরদেহ। শিশুর মাথার একপাশ থেঁতলে গেছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আজ বিকেলে খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে পেপার মোড়ানো একটি নবজাতকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হয়ত কোনো প্রসূতি এই নবজাতককে ফেলে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Yakub Group
এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!