পেকুয়ায় যুবকের পকেটে ছিল হাজার টাকার ৮০ জাল নোট

কক্সবাজারের পেকুয়ায় জাল নোটসহ মো. শফি (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক শফি পেকুয়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরকারি ঘোনার মৃত মোজাহের আহম্মদের ছেলে।

পেকুয়া থানার অপারেশন অফিসার এসআই মো. মোজাম্মেল আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ মো. শফিকে আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: র‌্যাবের অভিযান—ছিনতাই করা ট্রাক মিলল চেয়ারম্যানের কাছে, আটক

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঈদকে সামনে রেখে শফি বাজারে জাল নোট সরবরাহ করছিল। খবর পেয়ে তাকে জাল নোটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Yakub Group
এসআই/মুকুল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!