পেকুয়ায় রাতের আঁধারে ধরা ছাত্রলীগ নেতা রশিদ

চকরিয়ায় আমিনুর রশিদ (২৮) নামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুর রশিদ পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

আরও পড়ুন : রাপেকুয়ায় এক দুর্ঘটনায় ৫ লাশ, মা-বাবার সঙ্গে ৬ মাসের শিশুও

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকা থেকে ছাত্রলীগ নেতা আমিনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন।

তিনি বলেন, আজ (মঙ্গলবার) তাঁকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm