পেকুয়ায় মৎস্যঘের থেকে মাছের সঙ্গে এলো ২ শিশুর লাশ

পেকুয়ায় নিখোঁজের ৭ ঘণ্টা পর একটি মৎস্যঘের থেকে আবু বক্কর ছিদ্দিক (৮) ও নাজেম উদ্দিন (৫) নামে দুশিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউপির পশ্চিম সিরাদিয়া এলাকায় বাড়ির পাশের একটি মৎস্যঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বারবার পুলিশের চোখে ধুলো দেওয়া খুনি লুকিয়ে ছিল মৎস্যঘেরে

আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন একই এলাকার ওয়াজ উদ্দিন এবং নজরুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুজনই স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মো. মানিক বলেন, আজ সকাল ১০টার দিকে আবু বক্কর ছিদ্দিক ও নাজেম উদ্দিন খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারে লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে স্থানীয়রা বিকেল ৪টার দিকে মৎস্যঘেরে থেকে মাছ উঠানোর সময় তাদের দুজনের লাশ দেখতে পায়।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm