পেকুয়ায় গাছে উঠে মরল কৃষক, অটোরিকশার চাপায় হাফেজ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক ও এক হাফেজের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পশ্চিম নন্দীরপাড়া ও সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে পশ্চিম নন্দীরপাড়া এলাকায় বাড়ির চারপাশের গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। নেজাম উদ্দিন মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

স্থানীয় আইয়ুব জানান, দুপুরের দিকে বিদ্যুৎ না থাকায় নেজাম গাছে ওঠে ডাল কাটছিলেন। একটি গাছের ডাল কাটার পর অন্য গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা রাস্তার মাথা এলাকায় অটোরিকশা উল্টে চাপা পড়ে হাফেজ সাইফুর রহমান (৬০) নামে এক  ব্যক্তি নিহত হন। তিনি সাবেকগুলদি সরকারিঘোনা এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুপুরে হাফেজ সাইফুর রহমান পরিবার নিয়ে ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বানৌজা সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ ব্রেক করলে উল্টে গিয়ে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm