কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে জান্নাতুল নুর নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জান্নাতুল নুর ওই এলাকার হোসেন আলী প্রকাশ বাবুলের মেয়ে।
জানা গেছে, শনিবার সকালে জান্নাতুল নুর উঠানে খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন বাবা হোসেন আলী। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম পুকুরে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকেডি/ আলোকিত চট্টগ্রাম

