সীতাকুণ্ডে পুলিশের জালে ৫ আসামি

৫ আসামিকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো দিয়ে প্রিজন ভ্যান থেকে মুহূর্তেই উধাও আসামি

গ্রেপ্তার আসামিরা হলেন- সীতাকুণ্ড উপজেলার পূর্ব মুরাদপুর ইউনিয়ন এলাকার মৃত শফিউল্লাহর ছেলে মো. সোহেল, উত্তর মাহমুদাবাদ এলাকার শফি আলমের ছেলে মো. মোস্তফা, একই এলাকার মো. সফির ছেলে দিদারুল আলম, জহুরুল হকের ছেলে সফি আলম ও ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় প্রিয় গোপাল চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরী।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে ।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm