মুহূর্তেই হাওয়া যাত্রীর ব্যাগ—রেলওয়ে পুলিশের জালে সেই চোর

যাত্রীর ব্যাগ চুরি করে মুহূর্তেই হাওয়া হয়ে যাওয়া সেই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে নিউমার্কেট এলাকা থেকে চোর সাহাবুদ্দিন রনিকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রনি নোয়াখালী সদর থানার পূর্ব লক্ষী নারায়ণপুর এলাকার ছিদ্দিক উল্লাহর ছেলে।

আরও পড়ুন: পেশায় চোর—১০ বছরে ৭০০ নিখুঁত চুরি, বেশিরভাগই টার্গেট স্বর্ণে

চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী জানান, গত ১ সেপ্টেম্বর ট্রেনে ওঠার সময় এক নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি হয়ে যায়। ব্যাগের মধ্যে মোবাইল, নগদ সাড়ে ৫ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার ছিল। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে নিউমার্কেট এলাকা থেকে চোর সাহাবুদ্দিন রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ভ্যানিটি ব্যাগসহ মালামাল উদ্ধার করা হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!