পুলিশের জালে ডাকাত লালাইয়া

চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে ধরা পড়েছে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুরুল ইসলাম প্রকাশ লালাইয়া (৩১)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নুরুল ইসলাম প্রকাশ লালাইয়া ডাকাত চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমণি এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার নুরুল ইসলাম প্রকাশ লালাইয়া ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানা নিয়ে সে পালিয়ে বেড়াচ্ছিল।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত লালাইয়ার বাড়িতে অবস্থান জানতে পেরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে পাকড়াও করে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm