‘পুলিশের’ ঘাড়ে চাপিয়ে দায় সারছে সিডিএ, ‘আবদার’ পত্রে বিব্রত পুলিশ

নগরের ফকিরহাটে অনুমোদন ছাড়া ভবন তৈরি করায় ভবন মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সেই নোটিশের অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্মাণকাজ বন্ধের অনুরোধ করেছে সিডিএ। তবে নগরের বেশিরভাগ থানায় সিডিএ’র এমন অনুরোধে বিব্রত থানা-পুলিশ। এ নিয়ে ক্ষোভও রয়েছে পুলিশ সদস্যদের মাঝে। তবে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি।

এদিকে সিডিএ সংশ্লিষ্টরা বলছেন, থানায় এ ধরনের অনুরোধ করা যায়। তবে লিখিত অভিযোগ ছাড়া পুলিশকে এভাবে দায়িত্ব দেওয়া নিজেদের কাজের বরখেলাপ বলে মনে করছেন পুলিশ সংশ্লিষ্টরা।

জানা গেছে, নগরের ফকিরহাট এলাকায় সিডিএর অনুমোদন ছাড়া এক তলা ভবন তৈরির সেন্টারিংয়ের কাজ করছিলেন মো. রফিক। ইফতেখার ফয়সাল নামে এক ব্যক্তির অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় সিডিএ।

বুধবার (২৮ ডিসেম্বর) সিডিএ সদস্য সচিব ইমারত নির্মাণ কমিটি-২ ও অথরাইজড অফিসার-২ মো. ইলিয়াছ স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, এক সপ্তাহের মধ্যে ভবন মালিক ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও সংশোধনী ১৯৮৭ এর ৩বি ধারা অনুযায়ী কারণ জানাবেন।

সচেতন মহল বলছে, কারণ দর্শানো নোটিশে কারো আপত্তি থাকার কথা নয়। তবে নোটিশের অনুলিপি পাঠিয়ে বন্দর থানার ওসিকে ওই ভবনের কাজ বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ যথার্থ নয়।

আরও পড়ুন: ‘কুকিং মেশিনে’ আড়াই কেজি স্বর্ণ লুকিয়ে রেখেছিল শারজাহ থেকে আসা যুবক

এ বিষয়ে জানতে চাইলে সিডিএ অথরাইজড অফিসার-২ মো. ইলিয়াছ আলোকিত চট্টগ্রামকে বলেন, অনুমোদন ছাড়া ভবন নির্মাণ বন্ধে কারণ দর্শানো নোটিশ দিয়ে ওসির সাহায্য চাইতে পারি। এক্ষেত্রে পুলিশ কমিশনারের কাছে যেতে হয় না। তারা যদি এ বিষয়ে সদুত্তর না দেয়, তাহলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশেন একাধিক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, তৃতীয় পক্ষ কেন সেখানে গিয়ে কাজ বন্ধ করবে? সিডিএ কর্তৃপক্ষ অবৈধ ভবনের কাজ বন্ধ করতে নিজেরা যাবে। সেক্ষেত্রে পুলিশের সহায়তা চাইতে পারে। কিন্তু নিজের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেওয়া দায়িত্বের বরখেলাপ নয় কি?

জানা গেছে, সিডিএ নোটিশের অনুলিপি পাঠিয়ে নগরের বিভিন্ন থানাকে অনুমোদন ছাড়া ভবন তৈরি বন্ধের অনুরোধ করছেন। কিন্তু আদালত কিংবা পুলিশ কমিশনারের অনুমোদন ছাড়া পুলিশকে অনুরোধ বা আদেশ কেউ দিতে পারে না।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) এএসএম মাহাতাব উদ্দিন আলোকিত চট্টগ্রামে বলেন, এসব বিষয়ে সিডিএকে জিজ্ঞেস করেন। তারা বিষয়টি ভালো জানবেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm