পুলিশের ‘গড়িমসি’ তথ্য দিতে, চট্টগ্রামে জীপের ধাক্কায় বাইক চুরমার—নিহত ১

আইসিইউতে আরেক মোটরসাইকেল আরোহী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

চট্টগ্রামের পাহাড়তলী থানার টোল রোডে মোটরসাইকেল ও প্রাডো গাড়ির সংঘর্ষে জামাল উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এই ঘটনায় অজ্ঞাত মদ্যপ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা হলেও তথ্য দিতে লুকোচুরি করছেন মামলা তদন্ত কর্মকর্তা এসআই শাহেদ আলম।

জানা গেছে, নিহত জামাল উদ্দিন সন্দ্বীপের বাসিন্দা। আহত জাহেদুল ইসলাম পাহাড়তলী থানার সাগরিকা কাজিরদীঘি এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি গ্রিন শিফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক নামের এক প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার ছিলেন।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়তলী থানার টোল রোডে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় দ্রুতগতির একটি প্রাডো গাড়ির। এতে দু’জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রাডো গাড়িটির লাইট বন্ধ থাকায় মোটরসাইকেল চালক দেখেননি। এছাড়া প্রাডো গাড়ির চালক মদ্যপ ছিলেন।

আরও পড়ুন : চট্টগ্রামে মেয়েকে পাশের বাসায় পাঠিয়ে ফাঁসিতে ঝুলল শিক্ষিকা

এসআই শাহেদ আলম বলেন, ‘এই মামলায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সন্দ্বীপের বাসিন্দা মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন নামের একজন মারা গেছেন। অন্য একজন চিকিৎসাধীন রয়েছেন। তার কাছে মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি দুপুরের খাবার খাওয়ার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

আধঘণ্টা পর আবারও ফোনে যোগাযোগ করা হলে তিনি তথ্য লুকাতে চেষ্ট করেন। এই সময় এসআই শাহেদ আলম প্রতিবেদককে জানান, আপনি কে সেইটা ফোনে বুঝা সম্ভব নয়। আচ্ছা আমি আপনাকে একটু পরে জানাচ্ছি, বলেই ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে বিলাসবহুল প্রাডো গাড়িতে থাকা সেই ব্যক্তিকে বাঁচাতে তথ্য দিতে এমন লুকোচুরি কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, ‘এখনও প্রাডো গাড়িটির মালিক দাবিতে কেউ আসেননি। কেউ আসলে মালিক শনাক্ত করা যাবে। তবে এখনও বিআরটিএতে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজও নেওয়া হয়নি।

ওসি আরও বলেন, ‘এই দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অন্য একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোটরসাইকেল ও প্রাডো গাড়িটি জব্দ করা হয়েছে।’

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm