চট্টগ্রামে দুপুলিশসহ ৪ জনকে গুলিবিদ্ধ করে পালিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এসময় ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে অক্সিজেন মোড়ের জালালাবাদ সিএনজি পেট্রল পাম্পের পাশে ইউনুস টাওয়ার পঞ্চম তলায় অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে সাজ্জাদ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় গুলিতে ২ পুলিশসহ ৪ জন আহত হন। পরে তাদের হাসপাতাল ভর্তি করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে মাইলের মাথা থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু
গুলিবিদ্ধরা হলেন— চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ, ভবনের বাসিন্দা কাজল কান্তি দে (৩৬) ও সিকিউরিটি গার্ড মো. জাবেদ (৩৪)। কাজল কান্তি দে অক্সিজেন মোড়ের সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। আহত দুই পুলিশ সদস্যকে দামপাড়া পুলিশ হাসপাতালে এবং বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ) রইস উদ্দিন জানান, সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ গুলি ছুড়তে শুরু করেন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে পালিয়ে যান সাজ্জাদ। এসময় দুই পুলিশ সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সাতটি পিস্তলের গুলির খোসা ও একটি রাবার বুলেটের খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম