নগরের পাঁচলাইশ থানার পূর্ব ষোলশহর এলাকায় পুকুর ভরাট করায় ৭ জনকে আসামি করে মামলা করছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের উপসচিব হিল্লোল বিশ্বাস বাদী বায়েজিদ থানায় এ মামলা করেন।
আরও পড়ুন : রাউজানে রাতের আঁধারে চলছে শতবর্ষী পুকুরের ‘মৃত্যুর’ আয়োজন
মামলার আসামিরা হলেন- মো. নুরুল ইসলাম (৫৭), আবুল কালাম (৫০), মন্টু কুমার দাশ (৫৭), সুমি রানী দাশ (৪০), নিকাশ দাশ (৬০), কৃষ্ণ দাশ (৪৫) ও বিকাশ দাশ (৫৯)।
এ বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হিল্লোল বিশ্বাস আলোকিত চট্টগ্রামকে বলেন, পূর্ব ষোলশহর এলাকায় পুকুর ভরাট করে আবাসিক ভবন নির্মাণ করছিল আসামিরা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় আজ (বুধবার) পুকুর ভরাটে জড়িত ৭ জনকে আসামি করে বায়েজিদ থানায় মামলা করা হয়েছে।
আরএন/আরবি
মন্তব্য নেওয়া বন্ধ।