পুকুর ঘাট থেকে সবাই ফিরলেও ফিরেনি আহান

রাউজানে পুকুরে ডুবে আহান চৌধুরী নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আহান ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

আরও পড়ুন : নতুন পুকুর কেড়ে নিল ২ শিশুকে

স্থানীয় সূত্রমতে, আহান চৌধুরীকে অন্য শিশুরা বাড়ির পাশের একটি পুকুর ঘাটে নিয়ে যান। ঘাট থেকে হঠাৎ পুকুরে পড়ে গেলে স্বজনরা গিয়ে উদ্ধার করে। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Yakub Group

এসএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!