মিরসরাইয়ে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মো. রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের কালা ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।
রায়হান উপজেলার কাটাছরা ইউনিয়নের ইদিলপুর প্রকাশ কাজী গ্রামের বেপারি বাড়ির মাঈন উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মিরসরাইয়ে বিষপানে কিশোরের আত্মহত্যা
জানা গেছে, কয়েকদিন আগে রায়হান তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল মোস্তফা।