খেলতে খেলতে পুকুরে পড়ে লাশ দুই বোন

ফটিকছড়িতে খেলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে চাচাত বোন।

বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: চকরিয়ায় চাকরিতে যাওয়ার আগেই লাশ গ্রাম পুলিশ

নিহতরা হলো- মো. ফারুকের মেয়ে জান্নাতুন নিছা (২) ও নজরুল ইসলামের মেয়ে মীম (৩)।

জানা গেছে, খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় দুজন। পরে একজনের মা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আরও পড়ুন: এবার মিলেছে ছাত্রের বস্তাবন্দী লাশ, মাদ্রাসা ঘিরে রেখেছে পুলিশ—চলছে বিক্ষোভ

স্থানীয় ইউপি সদস্য মোা. রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। নিহত দুজনই পুকুরে ডুবে গিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানায়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm